গলায় বাঁশের সুচালো আগা বিঁধে স্কুলছাত্র হৃদয়ের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাইসাইকেল চালানো শেখার সময় গলায় বাঁশ বিদ্ধ হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার চটকাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হৃদয় (১১) হরিণাকুণ্ডু উপজেলার শুড়াগ্রামের ঠাণ্ডু মণ্ডলের ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিরছাত্র।
হৃদয়ের চাচা রফিকুল ইসলাম জানান, হৃদয় নানাবাড়ি চটকাবাড়িয়ায় থাকতো এবং ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো। বেলা ১১টার দিকে বাইসাইকেল চালানো শেখার জন্য বাইসাইকেল নিয়ে রাস্তায় বের হয়। সাইকেলে উঠে চালানোর সময় সে বাঁশের ওপর পড়ে যায়। এ সময় তার গলায় একটি চিকন বাঁশের মাথা ঢুকে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা মাহতাব উদ্দিন বলেন, হৃদয় তার নানাবাড়ি থেকে পড়াশুনা করতো। সকালে বাইসাইকেল চালানো শেখার সময় রাস্তার পাশে রাখা বাঁশের ওপর পড়ে যায় সে। এ সময় বাঁশের সুঁচালো আগা তার গলায় ঢুকে যায়। পরিবারের লোকজন তাকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।