খেলা দেখাতে গিয়ে সর্পদংশনে সাপুড়ের মৃত্যু

 

ঘোলদাড়ি প্রতিনিধি: আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের শিশিরদাড়ি গ্রামে বিষধর সাপের খেলা দেখাতে গিয়ে বিপত্তি ঘটেছে। সাপের দংশনে সাপুড়ের করুণ মৃত্যু হয়েছে।

এলাকাসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের শিশিরদাড়ি গ্রামের মৃত উম্বাদ মণ্ডলের ছেলে সাপুড়ে ওমর (৪৫) গত কয়েক দিন আগে গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি বিষধর কুলিন সাপ ধরে বাড়িতে নিয়ে যান। সেই সাপ নিয়ে গত বুধবার বিকেল ৩টার দিকে নিজ বাড়ির পাশে খেলা দেখাতে যান। খেলা দেখাতে গিয়ে বিষধর কুলিন সাপ ওমর সাপুড়ের হাত কামড়ে ধরে। অনেক টানা-হেঁচড়া করেও সাপটা ছাড়ানো যায়নি। পরে সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে হাত ছাড়ানো হয়। মুহূর্তের মধ্যে ওমর সাপুড়ের শরীর নীল বর্ণ ধারণ করে। বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। ওই দিনই সন্ধ্যায় তার জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।