খুলনায় দুই যুবককে গুলি করে খুন

স্টাফ রিপোর্টার: খুলনায় সন্ত্রাসীরা গুলি করে ক্লিনিক ব্যবসায়ী রিপন সরদার (২৭) ও তার বন্ধু মিঠুন শেখ (২৬)কে খুন করেছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় মহানগরীর আড়ংঘাটা থানাধীন বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দৌলতপুর থানাধীন দেয়ানা উত্তরপাড়ার বাসিন্দা রিপন সরদার ও মিঠুন শেখ পার্শ্ববর্তী আড়ংঘাটা থানাধীন যোগীপোলের সাবেক মেম্বার হাফিজের তেলিগাতীস্থ বিলডাকাতিয়ার ঘেরে মাছ ধরতে যান। বিকাল চারটার দিকে তিনটি মোটরসাইকেলে ছয়জন উক্ত ঘেরে যায়। এ সময় তারা  তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে রিপন নিহত হয় এবং মিঠুনকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। রিপনের ব্যবহৃত নীল রংয়ের ১৫০ সিসি’র পালসার  মোটরসাইকেলটি ঘটনাস্থলে পড়েছিল। আড়ংঘাটা থানার এসআই আনোয়ার হোসেন বলেন, পূর্ব-শত্রুতার জের ধরে হত্যা ঘটনার সূত্রপাত। নিহত রিপন দেয়ানা উত্তরপাড়া মসজিদ সংলগ্ন ডা. মো: জাফর ইকবালের ছেলে। তার বরিশালে ক্লিনিক রয়েছে। মিথুনও একই এলাকার মান্নান শেখের ছেলে। সে পাটকল মিলের শ্রমিক। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, ঘাতকরা নিহতদের পূর্ব পরিচিত। এ ঘটনার পর উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *