খালেদার রিটে হাইকোর্টের বিভক্ত আদেশ

স্টাফ রিপোর্টার: দু মামলায় অভিযোগ গঠনকারী নিম্ন আদালতের বিচারকেরনিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়েরকরা রিট আবেদনে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ওবিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি ফারাহ মাহবুব রুল জারি করেন। রুলে বিচারকনিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। একইসাথে মামলাদুটির কার্যক্রম তিন মাস স্থগিত করা হয়েছে। অন্যদিকেকনিষ্ঠ বিচারকবিচারপতি মো. ইজারুল হক আকন্দ রিট আবেদনটি খারিজ করে দেন। এখন রিট আবেদনপ্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি হাইকোর্টের অন্য কোনোবিচারপতির কাছে আবেদনটি নিষ্পত্তির জন্য পাঠাবেন।