খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে

চুয়াডাঙ্গায় বিশ্ব খাদ্য দিবসের আলোচনাসভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

স্টাফ রিপোর্টার: জাতায় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে না। উৎপাদিত খাদ্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে থাকলেই কেবল তা সম্ভব। সার, বীজসহ সকল কৃষি উপকরণের মূল্যহ্রাস, কৃষকদের সহজশর্তে ও স্বল্পসুদে ঋণ সুবিধা প্রদান, ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগসহ তাদের নগদ সহায়তা প্রদান করা হচ্ছে। সরকার কৃষিখাতে বর্ধিত হারে ভর্তুকি প্রদান ও কৃৃষি উপকরণ সহজলভ্য করাসহ বিভিন্ন কৃষকবান্ধব কর্মসূচি নিয়েছে। তিনি গতকাল মঙ্গলবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে খাদ্য অধিকার প্রচারাভিযান শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এ সময় তিনি আরও বলেন, আমাদের এ সকল পদক্ষেপের ফলে আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হয়েছে। হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও সুবিধাবঞ্চিত এবং দুস্থ মানুষের জন্য সামাজিক ও খাদ্য নিরাপত্তা গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। কৃষিখাতে প্রবৃদ্ধি অর্জন দারিদ্র্য বিমোচনের সর্বোত্তম পথ। খাদ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য জাতীয় সংসদে উপস্থাপনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরাসরি আলাপ করে প্রয়োজীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চেয়ে খাদ্য অধিকার বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা কমিটি উদ্যোগে ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি আফজালুল হক বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ওমর, জেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল হক, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আবু সুফিয়ান বিল্লাল, খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কমিটির সহসভাপতি আবুল কালাম, ডাক শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কমিটির অর্থ সম্পাদক পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, বাংলাদেশ কৃষক সমিতির সম্পাদক আব্দুস ছাত্তার, শিশু অধিকারকর্মী মেহেররাব্বীন সানভি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ হাসান হালিম। আলোচনা শেষে খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কমিটি সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির বরাবর সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই চাওয়ার দাবিনামা সংবলিত স্মারকলিপি পেশ করেন।