কোচিং বন্ধে চুয়াডাঙ্গা প্রশাসনের নজরদারি

স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমানের পরীক্ষা আসন্ন। পরীক্ষা শুরুর আগে থেকে সব ধরনের কোচিং বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের এ নির্দেশনা চুয়াডাঙ্গায় যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কি-না তা নিশ্চিত করতে গতকাল শনিবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদদীন কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে বেশ কটি কোচিং সেন্টার ও প্রাইভেট পড়ানো শিক্ষকের পড়ানোর স্থান পরিদর্শন করেছেন।
চুয়াডাঙ্গার শীর্ষস্থানীয় প্রায় সবকটি কোচিং সেন্টারই গত শুক্রবার থেকে বন্ধ রাখা হয়েছে। তবে কলেজের কিছু শিক্ষক রয়েছেন যারা তাদের বাড়িতে গড়ে তোলা সাইনবোর্ডহীন কোচিং দিব্যি চালিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। অপরদিকে এসএসসি বা সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধসহ নানা অনিয়ম রোধে সব ধরনের কোচিং বন্ধের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে অভিভাবকদের অনেকেই বিরূপ সমালোচনা করে বলেছে, শিশু শ্রেণির কোচিং খোলা থাকলে দোষের কি ছিলো? পরীক্ষার জন্য বিদ্যালয় বন্ধ, কোচিংও বন্ধ করে দেয়ার কারণে এই একমাস ওদের পড়ার পরিবেশটাই তো থাকছে না।