কেয়া চালকের দক্ষতায় ভাঙলো ডাকাতদলের বেরিকেড

 

স্টাফ রিপোর্টার: ডাকাতদলের কবল থেকে কয়েকটি কোচ যাত্রীদের রক্ষা করেছেন কেয়া পরিবহনের দক্ষ চালক রেজাউল করিম রানা। গতরাত ২টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের হলিধানির অদূরে একদল ডাকাত সড়কে গাছ ফেলে বেরিকেড দেয়। কেয়া পরিবহনে কুড়ুল দিয়ে কোপ মারে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে মেহেরপুরের উদ্দেশে রাওনা হওয়া কেয়া পরিবহনের একটি কোচ গতরাত পৌনে ২টার দিকে ঝিনাইদহ অতিক্রম করে। পেছনে ছিলো ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা ও জিয়ার পরিবহন। কেয়া পরিবহনের ১০জন যাত্রীদের সকলেই সেনা সদস্য। প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরছেন। কেয়া পরিবহনের কোচটি ঝিনাইদহের হলিধানির নিকট পৌঁছুলে চালক দেখতে পান সড়কে দুটি গাছ ফেলা। উপায় না পেয়ে চালক গাছের বেরিকেডে আঘাত করে। গাছ সামান্য সরে গেলে কোচ দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। এ সময় ডাকাতদলের সদস্যরা কোচে কুড়ুল দিয়ে আঘাত করে। কেয়া পরিবহনের কোচ চালকের দক্ষতায় ভাঙা ডাকাতদলের বিরিকেড ভাঙলেও গাড়ির সামনের কিছু অংশ বেকে যায়। কেয়া পরিবহনের পিছু নিয়ে পেছনের নৈশকোচগুলোও নিরাপদেই চুয়াডাঙ্গায় পৌঁছায়। চালক রেজাউলের বাড়ি ঢাকা মিরপুর -১ নম্বরে। তিনি শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বারেকের ছেলে।