কেরুজ ডিহি খামারের পর এবার হিজলগাড়ি খামারের আখে আগুন : ৫ একর জমির আখ ভস্মীভূত পকিল্পিতভাবে আখক্ষেতে আগুন লাগানোর অভিযোগ

???????????????????????????????

বেগমপুর প্রতিনিধি: কেরুজ ডিহি বাণিজ্যিক খামারের আখক্ষেতে আগুন লাগার ২৩ দিনের মাথায় এবার হিজলগাড়ি বাণিজ্যিক খামারের আখে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওই খামারের ডি-ব্লকের প্রায় ৫ একর জমির আখ পুড়ে গেছে। লিজের আওতায় আনতে জমি খালি করার জন্য পরিকল্পিভাবে আখে আগুন লাগানোর অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কেরুজ হিজলগাড় বাণিজ্যিক খামারের ডি-ব্লকের আখক্ষেতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের গাড়ি এসে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে ওই ব্লকের প্রায় ৫ একর জমির আখ পুড়ে যায়।

একটি সূত্র বলেছে, ভালো ভালো জমি লিজের আওতায় আনতে জমি খালি করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে প্রতি বছর বিভিন্ন খামারের আখে আগুন লাগিয়ে থাকে। এতে চিনিকল কর্তৃপক্ষকে মোটা অঙ্কের লোকসান গুনতে হলেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লাভবান হয়ে থাকে জমি লিজ গ্রহীতা, জমির আখ কাটা ঠিকাদারসহ চিনিকলের কিছু অসাধু কর্মকর্তা। ফার্ম ম্যানেজার আব্দুল বারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অল্পকিছু জমির আখ পুড়েছে। এ ব্যাপারে জানতে মোবাইলফোনে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।