কুষ্টিয়ায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনকালে হানিফ : প্রার্থী দিতে না পারা বিএনপির নিজেদের ব্যর্থতা

 

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, এখন সমাজ সচেতন মানুষ, যাদের সামাজিক অবস্থান আছে তারা বিএনপির মতো একটি ঘৃণিত দলের পক্ষে থাকতে চাচ্ছেন না। সেই কারণে কিছু কিছু জায়গায় বিএনপি প্রার্থী দিতে পারেনি। এটি বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে শীর্ষ পর্যায়ের নেতৃত্বের ওপর দলীয় নেতাকর্মীদের আস্থাহীনতার বহির্প্রকাশ। প্রার্থী দিতে না পারা বিএনপির নিজেদের ব্যর্থতা। এর দায়ভার অন্য কেউ নিবে না।

গতকাল শুক্রবার বেলা ১২টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে তিনদিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে তিনি মেলা ঘুরে দেখেন। পরে এ উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুব-উল-আলম হানিফ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কিংকর চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম প্রমুখ। এর আগে কৃষি ও প্রযুক্তি মেলা উপলক্ষে ৱ্যালি বের হয়।