কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১ : মহিলাসহ দুজন আহত

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বরাট গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কামাল হোসেন (৩৭) নামের একজন নিহত ও মহিলাসহ দুজন আহত হয়েছে। নিহত কামাল হোসেন একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মাজেদা খাতুন নামের একজনকে আটক করেছে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মুনির হোসেন জানান, জেলার কালীগঞ্জ উপজেলার বরাট গ্রামের শহিদুল ইসলাম গত বছর প্রতিপক্ষের হাতে নিহত হয়। ওই হত্যা মামলার ১ নং আসামি কামাল হোসেন গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বরাট গ্রামে একই হত্যামামলার ২ নং আসামি রেবা বিশ্বাসের বাড়িতে গেলে প্রতিপক্ষরা তাদের ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে কামাল হোসেন, রেবা বিশ্বাস ও তার ছেলে অরুন বিশ্বাস মারাত্মক আহত হয়। আহত কামাল হোসেনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রেবা বিশ্বাসকে যশোর মেডিকেল কলে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।