কালিগঞ্জে ডাকাতির কবলে চুয়াডাঙ্গার রোগীবাহী অ্যাম্বুলেন্স

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স ঝিনাইদহের কালিগঞ্জে ডাকাতির কবলে পড়েছে। গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রোগী নিয়ে যশোর হাসপাতালে যাচ্ছিলো। ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের অদূরে ডাকাতির শিকার হয় ওই অ্যাম্বুলেন্স। মারধর করে নগদ টাকাসহ মোবাইলফোন ছিনিয়ে নেয় ডাকাত দল। গতকাল বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

অ্যাম্বুলেন্স চালক শহিদুল ইসলাম শাকু জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ার অ্যাড. বদীউজ্জামানের স্ত্রী শাহনাজ পারভিনের প্রসব বেদনা উঠলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। বুধবার রাত ১১টার দিকে হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সযোগে রোগী নিয়ে যশোরের উদ্দেশে রওনা দেন চালক শাকু। রাত ১টার দিকে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের অদূরে বেশকয়েকটি গাড়ি দাঁড়িয়ে থাকায় সন্দেহ হয় তার। ডাকাতি হচ্ছে ভেবে অ্যাম্বুলেন্স পিছনে দেয়ার চেষ্টা করেন তিনি। এ সময় পিছন দিক থেকে ৭/৮ জনের একটি ডাকাত দল এসে অ্যাম্বুলেন্সে ধাক্কা দিতে থাকে। অ্যাম্বুলেন্স থামিয়ে চালকসহ রোগীর লোকজনদের মারধর করে ডাকাতরা। পরে অ্যাম্বুলেন্স চালক শহিদুল ইসলাম শাকুর কাছে থাকা নিজের ও গাড়িভাড়ার নগদ ৪ হাজার টাকা ও একটি মোবাইলফোন ছিনিয়ে নেয় ডাকাত দল। এছাড়াও প্রসূতির স্বজনের কাছে থেকে নগদ ২ হাজার টাকা এবং আরও একটি মোবাইলফোন ছিনিয়ে নেয় ওই ডাকাত দল। গতরাতেই প্রসূতি রোগীকে যশোর হাসপাতালে নেয়া হবে বলে জানান অ্যাম্বুলেন্স চালক শহিদুল ইসলাম শাকু।