কার্পাসডাঙ্গার বোস ব্রিক্সে ২ লাখ টাকা চাঁদা দাবি : হত্যার হুমকি : বোমা হামলায় ভাটার ৭ শ্রমিক আহত

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কানাইডাঙ্গার বোস বিক্সে চাঁদাবাজরা তাণ্ডব চালিয়েছে। চাঁদাবাজদের বোমা হামলায় আহত হয়েছে বিক্সের ৭ শ্রমিক। অভিযোগ উঠেছে, বেশ কিছুদিন ধরে চাঁদাবাজচক্রের সদস্যরা কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা বোস বিক্সের স্বত্বাধিকারী বিশ্বনাথ বোসের কাছে বিভিন্নভাবে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। গতপরশু রোববার রাত দেড়টার দিকে ১০/১২ জনের সশস্ত্র চাঁদাবাজ হামলা চালায় বোস বিক্সে। বোমাঘাতে আহত হয়েছেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের নির্মাণশ্রমিক আব্দুর রাজ্জাক (৪৫), কয়রাডাঙ্গা গ্রামের হাসান আলী (৩০), হাতিকাটা গ্রামের আবু বকর সিদ্দিক (২৫), আকবর আলী (৩৫), আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের হাবিবুর রহমান (৪৫), রুবেল (২২) ও দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামের কালু মিয়া (৫০)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে। চাঁদাবাজরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে যাওয়ার সময় বলে গেছে, আগামি ১৫ দিনের মধ্যে চাঁদার ২ লাখ টাকা না দিলে ইটভাটার মালিক বিশ্বনাথকে বোমা মেরে হত্যা করা হবে। একের পর এক চাঁদার দাবিতে বোমা বিস্ফোরণ ঘটনায় চরম আতঙ্কে রয়েছে এলাকাবাসী। কার্পাসডাঙ্গা ক্যাম্প ইনচার্জ ইমদাদ হোসেন বলেছেন, অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য জাল বিস্তার করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *