কাঁচামাল ব্যবসায়ী রশিদুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার টেইপুরে ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তদের হামলা

 

স্টাফ রিপোর্টার: দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন চুয়াডাঙ্গার টেইপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী রশিদুল। তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। ক্ষতবিক্ষত রশিদুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে মুমূর্ষু

অবস্থায় তাকে রাজশাহী রেফার করা হয়েছে। গতরাত ৮টার দিকে টেইপুর কুঠিবাড়ির কাছে তার ওপর হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার টেইপুর গ্রামের মৃত খোদা বকশের ছেলে রশিদুল (৩৫) কাঁচামাল ব্যবসায়ী। তিনি পার্শ্ববর্তী ইব্রাহিমপুর গ্রাম থেকে কাঁচামাল বেচে বাড়ি ফিরছিলেন। রাত ৮টার দিকে টেইপুর গ্রামের কুঠিবাড়ির কাছ থেকে রক্তাক্ত জখম পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে গ্রামবাসী। তার শরীরে রয়েছে উপর্যুপরি ধারালো অস্ত্রের কোপের জখম। তবে ছিনতাইকারী না কোনো পূর্বশত্রুরা এ ঘটনা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না। রশিদুলকে হত্যার উদ্দেশেই দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে কেউ কেউ ধারণা করলেও কী কারণে এ হামলা করা হয়েছে তা পরিষ্কার করে কেউই বলতে পারছে না। রশিদুলের জ্ঞান না ফেরা পর্যন্ত খোলোসা করে কিছু বোঝাও যাচ্ছে না। রশিদুলের দু হাত ও মাথায় অসংখ্য কোপে ক্ষতবিক্ষত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই তাকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালসূত্রে জানা গেছে।