কলেজছাত্র শিমুল হত্যামামলার আসামি হাসানের আদালতে আত্মসমর্পণ

 

 

জামিনে আবেদন নামঞ্জুর : জেলহাজতেপ্রেরণ

স্টাফ রিপোর্টার: কলেজছাত্র শিমুল হত্যামামলার আসামি হাসানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে হাসানকে (২৫) জেলহাজতে পাঠানোর আদেশ দেন। হাসান একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

মামলাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিরা গ্রামের কচুখালীপাড়ার আহম্মেদ আলীর ছেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্সশেষ বর্ষের ছাত্র শিমুল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী মাঠেশ্বাসরোধ করে হত্যা করে একটি ভুট্টাক্ষেতে পুঁতে রাখে দুর্বৃত্তরা। পরেরদিন লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যামামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশমামলার প্রধান আসামি সেকেন্দার আলীকে গ্রেফতার করে। গত ১৫ মেসেকেন্দার আলী ও হাসানসহ ৩ জনের নামে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এরপর থেকে পুলিশ তাকে গ্রেফতারের নানামুখি উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। অবশেষে গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাসানহাজির হয়ে জামিনের আবেদন করে।শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারেপাঠানোর আদেশ দেন।