ওরশে যোগদান করতে ভক্তদের নিয়ে বিশেষ ট্রেন দর্শনা ত্যাগ করেছে

 

ভারতের মেদেনীপুর ওরশ শরীফ আজ

দর্শনা অফিস: বিশেষ নিয়ামতের আশায় হযরত আলী আ. কাদেরী শামসুল কাদেরী হযরত শাহ সৈয়দ রশিদ আলী মোর্শেদ আলী আল কাদেরী আল হাসান আল হুসাইন আল বাগদাদি মেদেনীপুরের ওরশ শুরু হবে আজ ১৭ ফেব্রুয়ারি ৪ ফাল্গুন সোমবার রাতে। পবিত্র ওরশ শরিফে যোগদান করতে আঞ্জুমান-ই- কাদেরীয়ার বড় হুজুর পাক কেবলা পরিচালিত মেদেনীপুর বিশেষ ট্রেনটি গত ১৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজবাড়ী স্টেশন থেকে ছেড়ে দর্শনা আর্ন্তজাতিক স্টেশনে পৌঁছায় রাত দুটোর দিকে। আল কাদরীর স্মরণে ১১৩তম ওরশ শরিফে তার ভক্ত আশেকানরা ভারতের মেদেনীপুরের উদ্দেশে ছেড়ে আসা ২২ বগিবিশিষ্ট বিশেষ ট্রেনটি দর্শনা আন্তর্জাতিক স্টেশনের পৌঁছানোর পর গতকাল রোববার দুপুর ২টা পর্যন্ত কাস্টমস, ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন যাত্রীরা। গতকালই সোয়া ২টার দিকে ২ হাজার ১৩ জন যাত্রী নিয়ে মেদেনীপুরের উদ্দেশে ছেড়ে গেছে বিশেষ ট্রেনটি। এদিকে মেদেনীপুরের ওরশে যোগ দিতে গত কয়েকদিনে দর্শনা জয়নগরসহ বিভিন্ন সীমান্ত পথে পাসপোর্টধারী ভক্তআশেকানরা যাওয়া শুরু করেন। গত বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবারে দর্শনা সীমান্ত পথে ওরশে যাওয়া যাত্রীর সংখ্যা দেড় হাজার পেরিয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনা জয়নগর সীমান্তে পথে বিরামহীনভাবে ভারতের মেদেনীপুরে যাচ্ছে পাসপোর্টধারী ভক্তরা। অতিরিক্ত ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কাস্টমস, ইমিগ্রেশন ও বিজিবি চেকপোস্টের সদস্যরা। বিশেষ এ ট্রেনটি আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশের উদ্দেশে ভারত ত্যাগ করবে বলে জানা গেছে।