ঐশীর বয়স ১৯ : সুমীর ১১

স্টাফ রিপোর্টার: নিজের বাসায় স্ত্রীসহ নিহত এসবি পরিদর্শক মাহফুজুর রহমানের মেয়ে ঐশী রহমানের বয়স ১৯ এর মতো বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। আর চিকিৎসকদের পরীক্ষায় ঐশীদের বাসার গৃহকর্মী খাদিজা খাতুন সুমীর বয়স পাওয়া গেছে ১১ এর মতো। চিকিৎসকদের এ প্রতিবেদন গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পৌঁছেছে বলে জানান আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকতা এসআই গাফফারুল আলম। বাবা-মায়ের হত্যাকারী সন্দেহে ঐশীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করায় পুলিশের পক্ষ থেকে এ পরীক্ষার ব্যবস্থা করা হয়। গত ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের ফ্ল্যাটে এসবি পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমের ক্ষতবিক্ষত লাশ পায় পুলিশ। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ও লেভেলের শিক্ষার্থী ঐশীর বয়স বিদ্যালয়ের নথি অনুযায়ী ১৮ বছরের কম হওয়ায় তাকে রিমান্ডে নেয়ার মাধ্যমে শিশু আইন লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অপ্রাপ্তবয়স্ক ঐশীকে রিমান্ডে নেয়ার সমালোচনা করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *