এভাবে চলতে থাকলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : এমাজউদ্দিন

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ বলেছেন, এভাবে চলতে থাকলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের বক্তব্যের সমালোচনা করে তিনি এ কথা বলেন। গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ন্যাশনারিজন স্টাডিজ আয়োজিত ইমপিডিমেন্টস ইন নেশন বিল্ডিং অ্যান্ড দ্যা ওয়ে ফরওয়ার্ড শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি বিজিবি মহাপরিচালকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দেশের মানুষের ওপর বিজিবির গুলি চালানোর ঘোষণা গ্রহণযোগ্য নয়। তাদের কাজ অপরাধীদের আটক করে শাস্তির বিধান করা। গুলি চালানোর নির্দেশ তারা কখনোই দিতে পারে না। তিনি বলেন, বাংলাদেশে এখন বিভক্ত জাতিতে পরিণত হয়েছে। দেশে চলছে বিষাক্ত রাজনীতির চর্চা। আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা রক্ষার কাজ না করে তারা নিজেরাই গুম-খুন ও সন্ত্রাসের মতো জঘন্য কাজ করছে। তিনি বলেন, বিচার বিভাগের ওপর মানুষের আর আস্থা নেই। রাজনৈতিক বিষের প্রভাবে সব প্রতিষ্ঠান বিষাক্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে বাধ্য।