এবার চুপ থাকেন

স্টাফ রিপোর্টার: সরকারের বিরুদ্ধে কর্মসূচি দিয়ে বিরোধী নেতা সফল হতে পারেননি দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো কিছুই পারলেন না। আর কী পারবেন। হরতাল-অবরোধ বন্ধ করে এখন একটু চুপচাপ থাকেন। গতকাল সন্ধ্যায় গণভবনে আয়োজিত ১৪ দলের সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, উনি (খালেদা) একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, তার খেসারত কেন জনগণ দেবে? উনার তো মানুষকে দেয়ার কিছুই নেই। ক্ষমতায় থাকতে শুধুই নিয়েছেন। হরতাল অবরোধের বিপক্ষে অবস্থান নেয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি সমর্থক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ক্ষতির দিকটাও একটু দেখেন। রাজনৈতিক সমঝোতার জন্য আলোচনায় আসতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দরজা খোলা আছে। জামায়াত-জঙ্গিদের ছেড়ে আলোচনা করতে আসেন। ৫ জানুয়ারির নির্বাচনে ভোটের হারে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, অনেক উন্নত দেশেও এতো ভোট পড়ে না। ভোটের সঠিক হার গণমাধ্যমে ভালোভাবে প্রচারের জন্য তিনি পরামর্শ দেন। প্রধানমন্ত্রী কয়েকটি সংবাদ মাধ্যমের সমালোচনা করে বলেন, নানা পত্রিকা নির্বাচনকে প্রশ্নের মুখে ফেলতে চেয়েছে। অনেকে সন্ত্রাসে সহায়তা করছেন। আগুনের ছবি ছাপান, কেউ কেউ  দেয়াশলাইও সরবরাহ করছেন। নাম উল্লেখ না করে তিনি বলেন, কিছু মানুষ আছে, অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় এলে যাদের লাভ হয়। তারা ভাবে, অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় এলে তারা পতাকা পাবে। ফাইভ স্টার হোটেলে বসে মধ্যরাতে মিটিং করে দেশের সর্বনাশ করবেন না। কারা মিটিং করেন, সে খবর আমাদের কাছে আছে। সভায় ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *