উদ্ধার হওয়া টাকা সোনালী ব্যাংকে হস্তান্তর

 

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের সোনালী ব্যাংক থেকে চুরি হওয়া টাকা ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসাথে গ্রেফতারকৃত দু আসামি সোহেল ও আতাহারকে কিশোরগঞ্জ থানা পুলিশের সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে টাকা ও আসামিদের হস্তান্তর করা হয়েছে বলে ৱ্যাব জানিয়েছে। ৱ্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান সাংবাদিকদের জানান, কিশোরগঞ্জের সদর থানায় ঘটনার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে আটকদের থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, এ ঘটনায় এক ব্যাংক কর্মকর্তার জড়িত থাকার কথা জানিয়েছে ঘটনার মূল আসামি সোহেল। এ ঘটনার সাথে ব্যাংকের লোকজন জড়িত আছে বলে সে জানিয়েছে। এদিকে ঢাকার শ্যামপুর এলাকার বাড়িওলাকেও গ্রেফতার করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
গত মঙ্গলবার দুপুরে রাজধানীর শ্যামপুরের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় সোহেল ও ইদ্রিসকে। ওই বাড়িতেই চুরি করা টাকা রেখেছিলো সোহেল। তাদের কাছ থেকে পাঁচ বস্তাভর্তি ১৬ কোটি ১৯ লাখ টাকা উদ্ধার করা হয়।