ইসিতে আওয়ামী লীগ : ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের নির্বাচন কমিশন সমন্বয় উপকমিটির আহ্বায়ক মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল গতকাল সকাল ও বিকেলে দু দফা কমিশনে যান। এ সময়ে মহীউদ্দীন খান আলমগীর বলেন, সারাদেশে যে পরিমাণ ভোটার কেন্দ্রে এসে ভোট দিয়েছেন, তা সন্তোষজনক। বিরোধীদল নির্বাচন বর্জনের যে ডাক দিয়েছে, তাতে তারা ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, উন্নত দেশগুলোর তুলনায় আমাদের দেশে ভোটার উপস্থিতি অনেক বেশি। তারা ভোট দিয়ে আবারও প্রমাণ করলেন তারা গণতন্ত্রের পক্ষে আছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন সমন্বয় উপকমিটির সদস্য তানভির ইমাম, অ্যাড. রিয়াজ উদ্দিন কাওসার, ফজিলেতুন্নেছা বাপ্পি, আবদুস সাত্তার, রুবিনা হোসেন মিরা প্রমুখ।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বর্তমান কমিশন রাষ্ট্রপতির সাথে সাক্ষাত শেষে ২৫ নভেম্বর দশম সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে। এতে ৫ জানুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়। ২ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়ে ৫ ও ৬ ডিসেম্বর তা যাচাই-বাছাইয়ের দিন ধার্য করা হয়। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো ১৩ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর সব প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করে রিটার্নিং অফিসার (জেলা প্রশাসক)। ১৫ ডিসেম্বর থেকে প্রচার-প্রচারণা শুরু হয়ে চলে ৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টা পর্যন্ত। ৩০০ আসনে ভোটকেন্দ্র ছিলো ৩৭ হাজার ৭০৮টি। আর ভোটকক্ষ ছিলো ১ লাখ ৮৯ হাজার ৭৮টি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *