ইবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সম্পাদক জুয়েল রানা হালিম গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৬জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল এলাকায় এ ঘটনা ঘটে। এতে সভাপতি গ্রুপের দু’কর্মী মিলন হোসেন, জুলকার নাঈম এবং সম্পাদক গ্রুপের হিমেল চাকমা, নীল, নাঈম, শামীম আহত হয়েছেন। তাদের মধ্যে মিলনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ছাত্রলীগের সভাপতি গ্রুপের কর্মী আলামিন হোসেন মিলনের সাথে আইন বিভাগের শিক্ষার্থী ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী রেজওয়ানুল ইসলামের কথা কাটাকাটি হয়। এ সময় রেজওয়ান ও তার বন্ধুরা মিলনকে মারধর করলে তিনি পালিয়ে সাদ্দাম হলে আশ্রয় নেন। পরে সভাপতি গ্রুপের কর্মীদের নিয়ে হলের সামনে এসে রেজওয়ানকে মোবাইলফোনে হুমকি দেয়। একপর্যায়ে উভয় গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ছাত্রলীগ সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা আমার কর্মীদের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, আমি ক্যাম্পাসে ছিলাম না। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে। ঘটনার মিমাংসার চেষ্টা চলছে।