আলমডাঙ্গা শিয়ালমারী গ্রামে জাম পাড়তে গাছে উঠে বিপত্তি : বিদুতস্পিৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

 

খাদিমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার শিয়লমারী গ্রামে জাম পাড়তে গাছে উঠে বিদুতস্পিৃষ্ট হয়ে ৫ম শ্রেণির ছাত্র আফাজ উদ্দিনের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারী গ্রামের স্কুলপাড়ার তাইজেল মালিথার ছোট ছেলে ৫ম শ্রেণির ছাত্র আফাজ উদ্দিন (১০)। বটিয়াপাড়া মাঝের পাড়ায় প্রাইভেট পাড়তে যায়। পড়া শেষে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে জাম গাছে জাম পাড়তে ওঠে। গাছের অনেক ওপরে ওঠার পর জাম গাছের ডাল ব্যাকা হয়ে পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে লেগে যায়। শিশু আফাজ বিদ্যুতস্পৃষ্ট হয়ে গাছ থেকে মাটিতে পড়ে গুরত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপালে নেয়। তার অবস্থা গুরত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বুধবার বিকেলেই পরিবারের লোকজন রাজশাহী মেডিকেলে নিয়ে যায়। গতকাল বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেলের আইসিইউতে থাক অবস্থায় তার মৃত্যু হয়। সন্ধ্যার পর নিহতের লাশ অ্যাম্বুলেন্স যোগে নিজ গ্রামে নেয়া হয়। এসময় পরিবারের আহাজরিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। গ্রামবাসীর অভিযোগ বিদ্যুতের লাইন পরিষ্কারের দায়িত্বে থাকা কর্মচারিরা গাছের ডাল কেটে পরিষ্কার রাখলে এই দুর্ঘটনা ঘটত না। গতকাল রাতেই নিহতের মরদেহ জানাজা শেষে শিয়ালমারী কবরস্থানে দাফন করা হয়।