আলমডাঙ্গা কলেজপাড়ায় গৃহবধুকে বেঁধে রেখে ২ লাখ টাকা রহস্যজনক ডাকাতির অভিযোগ

আলমডাঙ্গা ব্যরোঃ আলমডাঙ্গা শহরের কলেজপাড়ার মৃত নুরু দারোগার বাড়িতে রহস্যজনক ডাকাতি সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে গৃহকর্তাকে বেঁধে রেখে ঘরে তাণ্ডব চালিয়ে নগদ ২ লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এ ডাকাতির অভিযোগের বিষয়ে অনেক সন্দেহের অবকাশ রয়েছে বলে থানা পুলিশ মন্তব্য করেছে।

জানা গেছে, গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে মৃত নুরু দারোগার স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়। আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা হঠাৎ তার মুখ বেঁধে আটকে রেখে তার ঘরে ঢোকে। ড্রেসিং টেবিলের ড্রয়ারে রক্ষিত শাড়িগুলো বাইরে ছড়িয়ে ছিটিয়ে রাখে। ওই সময় শাড়ির ভাঁজে লুকিয়ে রাখা ২ লাখ টাকা ও এক জোড়া কানের দুল তারা নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। সংবাদ পেয়ে থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সেখানে ছুটে যান। তবে এ ডাকাতি ঘটনার দাবিকে পুলিশ সন্দেহাতীত মনে করছেন। ব্যাংক একাউন্টে নিয়োমিত লেনদেন করলেও ব্যাংকে টাকা না রেখে ২ লাখ টাকা ঘরে রাখা, ঘটনার একপাশের রুমে অবস্থানকারী মেয়ে-জামাই ও অন্য পাশের রুমে অবস্থানকারী ভাড়াটিয়াদের কেউ কিছু বুঝতে না পারার বিষয়গুলি  পুলিশ নেতিবাচক দৃষ্টিতে দেখছেন। তাছাড়া একই রুমের খাটের  তোষকের নীচে ৪/৫ হাজার টাকা থাকলেও তা না নেওয়ার ঘটনাও অস্বাভাবিক ভাবছেন পুলিশ। তবে এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।