আলমডাঙ্গা ও মুন্সিগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত :জরিমানা আদায়

 

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ফলবাজার ও মুন্সিগঞ্জে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানাগেছে, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ফরমালিন বিরোধী অভিযান শুরু করেন।প্রথমে তিনি মুন্সিগঞ্জের মদনবাবুর মোড় ও পশুহাটে কয়েকটি ফলের দোকানে অভিযান চালান।ওই দুটি স্থানে কোনো ফলে ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়নি।এরপর মুন্সিগঞ্জের হাসপাতাল মোড়ের হোটেল মদন-মোহন মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান পরিচালনা করেন। সেখানে মিষ্টির সাচ পরীক্ষা করে ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়।মিষ্টিতে ফরমালিনের অস্তিত্ব পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল মালিক উজ্জ্বল কুমার সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই সময় ফরমালিন মেশানো প্রায় ৫-৬ হাজার টাকার মিষ্টি নষ্ট করে দেয়া হয়েছে।এরপরঅপরিষ্কার অপরিচ্ছন্নতার অভিযোগে একই স্থানের মুসলিম মিষ্টান্ন ভাণ্ডারের মালিক শফিকুল ইসলাম শফিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। শেষে আলমডাঙ্গা ফলবাজারের রবি ফলভাণ্ডারে যান। সে সময় ওই দোকানের মাল্টা ফল পরীক্ষা করে ফরমালিনের অস্তিত্ব খুঁজে পেলে দোকানের মালিক তোবারেককে ৫০০ টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন মৎস্য অফিসার শহিদুল ইসলামসহ থানা ফোর্স।