আলমডাঙ্গায় শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রসাশক

 

ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য বর্তমান সরকার কাজ করছে

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কম্পিউটার সমস্যার সমাধান বিষয়ক আইসিটির ১৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রসাশক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় তিনি বলেন বর্তমানে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সরকার কাজ করে চলেছে, সে লক্ষে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ডিজিটাল সেবা করে চলেছে। একজন ছাত্র-ছাত্রী নিজ ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র থেকে সব সেবা পাচ্ছে। জমির পর্চা থেকে শুরু করে সবই। এবার আমরা শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষনের ব্যাবস্থা করেছি, আপনারা প্রশিক্ষণ শেষে নিজেরা কম্পিউটার শিক্ষাকে কাজে লাগাবেন।

গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলা উন্নয়ন ও পরিচালন প্রকল্পের অধীন স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় মাধ্যমিক সহকারী শিক্ষকদেরকে ক্যাপাসিটি ডেভেলপমেন্টের আওতায় প্রশিক্ষণ প্রদান আলমডাঙ্গা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা খাতুন, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হাসান বাচ্চু, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, ইউবিএফ উপজেলা পরিচালক ও উন্নয়ন প্রকল্প জাইকা প্রতিনিধি এনায়েতুল্লাহ। সহকারী শিক্ষক আবু সায়েমের পরিচালনায় বক্তব্য রাখেন প্রভাষক রিজিয়া সুলতানা, তাসলিমা খাতুন, শামীমা নাসরিন, ইসমোতারা প্রমুখ। ৬ জন ট্রেনারদের তত্ত্বাবধানে ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে ৪৮ শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করছেন। উদ্বোধন শেষে চুয়াডাঙ্গা জেলা প্রসাশক জিয়াউদ্দীন আহমেদ আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি মাদক ও বাল্যবিয়ে ইত্যাদির কুফল এবং শিক্ষামূলক অন্যান্য বিষয়ে আলোচনা করেন।