আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজাব্যবসায়ীর কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা মুন্সিগঞ্জ রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার রেলস্টেশনে গাঁজা নিয়ে অবস্থানকালে তরিকুলকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

জানা গেছে, উপজেলা জেহালা অগরনাথপাড়ার মৃত মধু সর্দ্দারের ছেলে তারিকুল ইসলাম তারিক (৩০) দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা করে আসছিলো। গতকাল ২৫০ গ্রাম গাঁজা নিয়ে মুন্সিগঞ্জ রেলস্টেশনে অবস্থানকালে মুন্সিগঞ্জ ফাঁড়ির এএসআই মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন। আটকের পর তার দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তারিককে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।