আলমডাঙ্গায় পুকুরে বিষ প্রয়োগ করে অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধন

ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনী ফুলবগাদিতে কে কারা শত্র“তামূলক পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, মৃত ছকমান মণ্ডলের ছেলে শুকুর আলীর পুকুরে তরল জাতীয় বোতলের বিষ ঢেলে সব মাছ নিধন করা হয়েছে। গ্রামের মাতবর শরিফুল, বাবলু, মজিবর ও ইয়াছদ্দিন বলেন, এ পুকুরে সাড়ে ৪ শতক জমি নিয়ে শুকুর আলীর সাথে মৃত রহমত আলীর ছেলে লাল চাঁদের দীর্ঘ কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিলো। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর উভয় পক্ষের সাথে আলোচনা করে মীমাংসা করার কথা ছিলো।

লাল চাঁদের স্ত্রী ছানেরা খাতুন ও ছোট ছেলে হিরা জানায়, এ জমিটি মোট ৯ শতক খাসজমি আমাদের নামে বন্দোবস্ত করা আছে। যার মধ্যে পুকুরের সাড়ে ৪ শতক জমি গোপনে শুকুর আলী আলমডাঙ্গা তহশিল অফিস থেকে বন্দোবস্ত করে নিয়েছে বলে দাবি করে। গতরাতে নিজেরাই তাদের পুকুরে বিষ প্রয়োগ করে আমাদেরকে দোষারোপ করছে।

এদিকে লাল চাঁদ ও তার দু ছেলে মনিরুল ও হিরার নামে শুকুর আলী মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।