আলমডাঙ্গায় ড. সুশীল ভট্টাচার্যসহ আট সাহিত্যিকের আগমন উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান

 

আলমডাঙ্গা ব্যুরো: গতকাল শুক্রবার আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে ভারতের প্রখ্যাত নজরুল গবেষক ড. সুশীল ভট্টাচার্যসহ ৮ খ্যাতিমান সাহিত্যিকের আগমন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ মীর মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভারতের বিশিষ্ট নজরুল গবেষক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ড. সুশীল ভট্টাচার্য, পশ্চিম বাংলার সাহিত্যিক লিটিল ম্যাগাজিন সম্পাদক রাজিব কুমার ঘাটি, সাহিত্যিক ঝর্ণা মুখার্জি, তারাপদ হাজরা, সুতপা ঘাটি, সঙ্গীত শিল্পী নারায়ণ কর্মকার, নৃত্যশিল্পী বিজিতা বিশ্বাস, কণ্ঠশিল্পী দীনবন্ধু বিলোয়াল, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক বিশিষ্ট ছড়াকার আহাদ আলী মোল্লা ও চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক ময়নুল হাসান। বিশিষ্ট সাহিত্য সংগঠক হামিদুল ইসলাম আজম ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জকুর উপস্থাপনায় বক্তব্য রাখেন আখতার হামিদ, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আ.ফ.ম সিরাজ সামজী ও সাহিত্যিক কোরবান আলী। কবিতা আবৃত্তি করেন এমএস জোহা কলেজের প্রভাষক একেএম ফারুক হোসেন, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, দামুড়হুদার মুর্শিদ আলম, আলম হোসেন, বুলবুল খান, জাহানারা খাতুন ও কিশোর কারুণিক। শেষে আলমডাঙ্গা সাহিত্য পরিষদ ও প্রেসক্লাবের পক্ষ থেকে ভারতের কবি, সাহিত্যিক ও শিল্পীদের সনদপত্র এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ভারতের বিশিষ্ট নজরুল গবেষক ড. সুশীল ভট্টাচার্য কবি কুদ্দুসের ‘কালের সাম্পান’ নামক কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।