আলমডাঙ্গায় জামাইকে কুপিয়ে জখম করার অভিযোগে শাশুড়ি ও স্ত্রী গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: জামাইকে কুপিয়ে জখম করার অভিযোগে আলমডাঙ্গা রংপুরের শাশুড়ি ও স্ত্রীকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার সোনাতনপুর গ্রামের বজলু মুন্সির ছেলে ইমরান মুন্সি প্রায় ৫ বছর আগে পার্শ্ববর্তী রংপুর গ্রামের ইউনুস আলীর মেয়ে রীমা খাতুনকে বিয়ে করেন। বর্তমানে তাদের দেড় বছরের এক সন্তান রয়েছে। সম্প্রতি রীমা খাতুনের মা-বাবা জামাই ইমরান মুন্সির বাড়িতে বেড়াতে যান। এরই মধ্যে গত মঙ্গলবার ইমরান মুন্সি ও রীমা খাতুনের ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে জামাই ইমরান মুন্সিকে স্ত্রী রীমা খাতুন, শ্বশুর ও শাশুড়ি মিলে মারধর করেন। সে সময় স্ত্রী রীমা খাতুন ও তার মা চায়না খাতুন ধারাল হেঁসো দিয়ে কুপিয়ে জামাইকে রক্তাক্ত জখম করে বলে ইমরান মুন্সি এজাহার করেন। এ ঘটনায় ইমরান মুন্সি ৩ অক্টোবর বিকেলে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে এসআই আফজাল হোসেন রংপুর গ্রাম থেকে মামলার আসামি স্ত্রী রীমা খাতুন ও তার মা চায়না খাতুনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া রীমা খাতুন জানিয়েছেন, ইমরান মুন্সি তার শ্বশুর-শাশুড়ির নিকট ১০ হাজার টাকা চেয়েছিলেন। কিন্তু শ্বশুর-শাশুড়ি টাকা ছাড়াই জামাই-মেয়ের বাড়ি বেড়াতে যান। এতে ক্ষিপ্ত হয়ে জামাই ইমরান মুন্সি স্ত্রীকে গালাগালি করেন। সে সময় তাদের হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে ইমরান মুন্সি পড়ে গেলে টিনে তার হাত কেটে যায়।