আলমডাঙ্গার হারদীতে চাঁদার টাকা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী বাজারের গোডাউনের পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত মঙ্গলবার রাতে অজ্ঞাত চাঁদাবাজচক্র এ বোমা হামলা চালায়।

জানা গেছে, আলমডাঙ্গার হারদী গ্রামের হাজি হাসেম আলীর ছেলে আব্দুল হামিদ ব্যবসা করেন। হারদী সর্দ্দারপাড়ায় তার গোডাউন। গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে আব্দুল হামিদের মোবাইলফোনে অজ্ঞাত ব্যক্তি ফোন দেন। তিনি নিজেকে আকাশ পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ভয় পেয়ে ব্যবসায়ী আব্দুল হামিদ তার মোবাইলফোরটি বন্ধ করে রাখেন। এরই এক পর্যায়ে গত মঙ্গলবার রাত ৯টার দিকে আব্দুল হামিদ যখন তার গোডাইনের পাশে একটু দূরে দাঁড়িয়ে ছিলেন, তখন গোডাউনের সামনে প্রচণ্ড শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ বিষয়ে গতকাল আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী আব্দুল হামিদ।