আলমডাঙ্গার মাঝহাদে সশস্ত্র ডাকাত দলের হানা : তিনটি বাড়ি থেকে নগদ টাকা ও মোবাইলফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট

মাঝহাদ থেকে ফিরে সদরুল নিপুল: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মাঝহাদ গ্রামে গতপরশু শনিবার রাতে ১০-১২ জনের ডাকাতদল তিনটি বাড়িতে হানা দিয়ে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, তিনটি মোবাইলফোনসহ মূল্যাবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

জানা গেছে, গতপরশু শনিবার রাত পৌনে ২টার দিকে ১০-১২ জনের ডাকাতদল মাঝহাদ গ্রামের গাংপাড়ার প্রথমে হিলাল মণ্ডলের বাড়িতে হানা দেয়। ঘরের বারান্দায় হিলাল মণ্ডল ঘুমিয়ে ছিলেন। এ সময় ডাকতরা অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের ভেতর তল্লাশি করে দুটি মোবাইলফোন লুট করে নিয়ে যায়। এরপর ডাকাতদল একই পাড়ার রমজান আলী মণ্ডলের বাড়িতে হানা দিয়ে একটি মোবাইলফোন নিয়ে যায়। সর্বশেষ রাত আড়াইটার দিকে প্রতিবেশী বজলু রহমানের বাড়িতে ডাকাতদল হানা দেয়। বজলু ঘর থেকে বাইরে এলে তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে গরু বিক্রির ৫০ হাজার টাকা লুট করে। ডাকাতির কবলে পড়া তিনটি পরিবার থেকে থানা পুলিশ বা পাঁচকমলাপুর ফাঁড়ি পুলিশকেও ডাকাতির ঘটনা জানায়নি। গ্রামবাসী জানায়, ইতঃপূর্বে মাঝহাদ গ্রামে ডাকাতের গুলিতে দুজন জখম হয়। মাঝহাদ-রংপুর সড়কে মোটরসাইকেল ছিনতাইসহ একাধিক ঘটনার রেকর্ড আছে। এলাকাবাসী রাতে পুলিশি টহলের দাবি জানিয়েছে।