আলমডাঙ্গার মধুপুর আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড : ৫ পরিবারের সর্বস্ব ভস্মীভূত

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা জামজামির মধুপুর আবাসনে গতকাল সোমবার সন্ধ্যায় প্রজ্জ্বলিত কুপির আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের সর্বস্ব ভস্মীভূত হয়েছে। মূহুর্তেই দাউ দাউ অগ্নিশিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী পৌঁছুনোর আগেই পুড়ে নিঃশ্বেষ হয়ে যায় ৫টি পরিবারের সব কিছু।

জানা গেছে, আলমডাঙ্গা জামজামি ইউনিয়নের মধুপুর বানিনাথপুরের সরকারি আশ্রায়ণ আবাসনের পূর্ব পাড়ে ব্যারাকে বসবাস করে আসছেন মৃত খোকা সর্দ্দারের ছেলে ঠাণ্ডু মিস্ত্রিসহ আরও ৪টি পরিবার। গতকাল সন্ধ্যায় ঠাণ্ডু মিস্ত্রির ঘরের আড়ায় শুকাতে দেয়া শাড়িতে লাম্পের আগুন ধরে তা ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ছুটে আসার আগেই ভয়াবহ আগুনে একে একে এ ব্যারাকের ছায়েত সর্দ্দারের ছেলে জাফিরুল, বিশারত সর্দ্দারের ছেলে মাঙ্গন সর্দ্দার, ঠাণ্ড সর্দ্দারের ছেলে রাসেল ও পলান সর্দ্দারের ছেলে ইছাহকের ঘরের সর্বস্ব ভস্মীভূত হয়। খবর পেয়ে আলমডাঙ্গা দমকল ঘটনাস্থলে পৌঁছুনোর আগেই গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে নেয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন আলমডাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা আশরাফুল আলম, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সচিব আলমগীর হোসেন, মেম্বার আসাদুজ্জামান ডেভিড, নুরুল ইসলাম ও আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে সমবেদনা জানিয়ে পরিবার প্রতি নগদ ১ হাজার টাকা ও ২০ কেজি করে চাল সাহায্য প্রদান করেন।