আলমডাঙ্গার বটিয়াপাড়া গ্রামে বোমা ফাটিয়ে ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার মোবাইলফোন লুট

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের বোটিয়াপাড়া মাঠপাড়ায় রাতের আঁধারে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতদল হামলা চালিয়ে নগদ ৭২ হাজার ৭শ টাকা, স্বর্ণালঙ্কারসহ ৩টি মোবাইলফোন ডাকাতি করে নিয়ে গেছে। ডাকাতদল বাড়ির পাঁচিল টপকে বাড়িতে ঢুকে পার্টির লোক পরিচয় দিয়ে পানি খাওয়ার কথা বলে। ঢুকতে বাধা দিলে বোমা ফাটিয়ে ঘর খুলতে বাধ্য করে।

জানা গেছে, আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের মাঠপাড়ার মৃত বিলায়েত মোল্লার ছেলে চুয়াডাঙ্গা পৌরসভার অবসরপ্রাপ্ত সহকারী কর আদায়কারী কাউছারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তিনি জানান, গত পরশু রাত ২টার দিকে ৭/১০ জনের অস্ত্রধারী একদল ডাকাত বাড়ির পাঁচিল টপকে বাড়িতে ঢুকে লোকজনকে ডাকাডাকি করতে থাকে। তিনি ঘরের গ্রিলের কাছে এলে মুখোশধারী ডাকাতদল নিজেদের পার্টির লোক বলে পরিচয় দিয়ে পানি খেতে চায়। বাড়ির মধ্যে টিউবওয়েল দেখিয়ে দিলে ডাকাতদল গ্লাস চেয়ে ঘরের মধ্যে ঢুকতে চায়। ঘরে ঢুকতে বাধা দিলে ঘরের গ্রিলের সামনে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পারিবারের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। গ্রিলের দরজা খুলে দিলে ঘরে ঢুকে ঘরে থাকা নগদ ৭২ হাজার ৭শ টাকা ও ৪ জোড়া স্বর্ণের কানের দুল, ১ জোড়া স্বর্ণের চেন, একটি স্বর্ণের আংটি এবং ২টি মোবাইলফোন ডাকাতি করে নিয়ে যায়। তিনি আরো জানান, ডাকাতদলের মধ্যে একজনের মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় ছিলো। তিনি ডাকাতির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বর্তমানে পারিবারটির মাঝে আতঙ্ক বিরাজ করছে।