আলমডাঙ্গার পাইকপাড়ায় ঈদের নতুন জামা কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

 

 

ঘোলদাড়ি প্রতিনিধি: আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ঈদের নতুন জামা কিনে না দেয়ায় পিতা-মাতার ওপর অভিমান করে স্কুলছাত্রীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গ্রামবাসীর দাবি প্রেমের বলি।

জানা গেছে, গতকাল সোমবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের হান্নানের মেয়ে স্থানীয় স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ইয়াছমিন (১৩) নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের দাবি গত কয়েকদিন ধরে ইয়াছমিন ঈদের নতুন জামার জন্য বাইনা ধরে। তাকে নতুন জামা কিনে না দেয়ায় পিতা-মাতার ওপর অভিমান করে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই পিয়ার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্বার করে সুরতহাল রিপোর্ট করেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে ময়নাতদন্ত ছাড়ায় লাশ গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন হয়েছে।

তবে গ্রামবাসী জানায়, একই গ্রামের মজেদুলের ছেলে ইনুর সাথে স্কুল ছাত্রী ইয়াছমিনের প্রেমের সম্পর্ক ছিলো। এ নিয়ে গত কয়েকদিন ধরে দু পরিবারের মধ্যে ঝগড়া চলছিলো। এরই জের ধরে স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে গ্রামবাসী দাবি তুলেছে।