আমি যেন বাকি জীবনটা আপনাদের সেবাই নিজেকে উৎসর্গ করতে পারি

চুয়াডাঙ্গায় ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, আমার দল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্মান আমাকে দিয়েছেন তা ভুলবার নয়, আমি বিশ্বাস করি এলাকাবাসীর দোয়া ও ভালোবাসা ছিলো বিধায় আজ আমি এ সম্মানে ভূষিত হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বাকি জীবনটা আপনাদের সেবাই নিজেকে উৎসর্গ করতে পারি। আগামী নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে পারি। ‘বিএনপিসহ তাদের জোট সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে তার মাসুল তারা এখন দিচ্ছে। আগামীতে নির্বাচনে অংশ নিতে হলে তাদেরকে অবশ্যই মানুষ পোড়ানোর রাজনীতি পরিহার করতে হবে।’ গতকাল শনিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের অর্ন্তগত ১, ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে কেদারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে পৌছুনোর পর চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে।
এরপর চুয়াডাঙ্গা ১, ২ ও ৩ নং পৌর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসমাবেশে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রনজু, জেলা ছাত্র লীগের সভাপতি মোহায়মেন হাসান জোয়ার্দ্দার অনিক, অ্যাড. তানিম হোসেন ও যুবলীগ নেতা আলমগীর আজম খোকা প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহম্মেদ, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মাসুদউজজ্জামান লিটু, অ্যাড আব্দুল মালেক, অর্থ সম্পাদক আলী রেজা সজল, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, শিল্প ও বণিক সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার, সদস্য অ্যাড বেলাল হোসেন, চেয়ারম্যান সোহরাব হোসেন, ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলজার হোসেন পিন্টু, ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দুরদ হাসান, সাহাজান, রিংকু, আশাদুল, খোকন, রানা, শাহীন, টুটুল, তাজু, জুয়েল, রেজাউল, ওমর আলীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি উপস্থাপন করেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাভেদ মো. রফিজ খান।