আমঝুপিতে ডাকাতের অস্ত্রের আঘাতে আহত কৃষকের বাম পা শরীর থেকে বিছিন্ন

 

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা আমঝুপি গ্রামের মীরপাড়ায় ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে জখম গৃহকর্তা কৃষক মো. নুরুল ইসলামের বাম পা শরীর থেকে বিছিন্ন করতে হয়েছে। তাকে আমঝুপির একটি ক্লিনিকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রাখা হয়েছে।

জানা গেছে, আমঝুপি গ্রামের মীরপাড়ার মৃত আয়ুব আলীর ছেলে নুরুল ইসলামের বাড়িতে গত ৩১ মে রাত ২টার দিকে ১৪/১৫ জনের একটি ডাকাতদল নুরুল ইসলামের বাড়ির পাঁচিল টপকে প্রবেশ করে। ধারালো অস্ত্রের মুখে গৃহকর্তা নুরুল ইসলামকে জিম্মি করে তার বাড়িতে ব্যাপক লুটপাট চালিয়ে ৪ ভরি সোনার গয়নাগাটি ও ৪টি মোবাইলসেট ছিনিয়ে নেয়। এক পর্যায়ে গৃহকর্তা চিৎকার দিয়ে লোক জড় করার চেষ্টা করলে ডাকাত সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।স্থানীয়রা আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় রাতেই অ্যাম্বুলেন্সযোগে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকগণ তার বাম পায়ের হাঁটু পর্যন্ত বিচ্ছিন্ন করে দেন। বর্তমানে তিনি পঙ্গু অবস্থায় আমঝুপির একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।