আবারও হাসপাতালে আনোয়ার হোসেন

স্টাফ রিপোর্টার: দেশীয় চলচ্চিত্রের একসময়ের অন্যতম জনপ্রিয় জীবন্ত কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন আছেন। গত রোববার সারাদিন বমি করে আনোয়ার হোসেন শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন। গত সোমবার শারীরিক অবস্থার অবনিত ঘটলে সন্ধ্যায় তাকে কলাবাগানের বাসা থেকে নিকটস্থ স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। দ্রুত বিভিন্ন পরীক্ষার পর জানা যায় তার গল ব্লাডারে স্টোন রয়েছে। সেই সাথে রয়েছে তার হাইপার এসডিটি। বার্ধক্যজনিত অন্যান্য সমস্যা তো রয়েছেই। আনোয়ার হোসেনের একমাত্র কন্যা জিনাত বলেন, বাবা মুখ দিয়ে কোনো কিছুই খেতে পারছেন না। তাই আপাতত স্যালাইনের মাধ্যমে খাবার দেয়া হচ্ছে। বিভিন্ন টেস্ট করার পর ডাক্তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, কী করবেন না করবেন। আনোয়ার হোসেনের সহধর্মিণী নাসিমা আনোয়ার বলেন, দেশবাসীর কাছে দোয়া চাই যেন তিনি দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারেন। স্কয়ার হাসপাতালের ১১তলার একটি কেবিনে ডা. সারোয়ারের তত্ত্বাবধানে আনোয়ার হোসেনের চিকিত্সা চলছে। এর আগেও একাধিকবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের শরণাপন্ন হতে হয়েছে আনোয়ার হোসেনকে। উল্লেখ্য, আনোয়ার হোসেন এ পর্যন্ত পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তবে নবাব সিরাজউদ্দৌলা ছবিতে অভিনয় করেই তিনি বাংলার মুকুটহীন সম্রাটে পরিণত হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *