আন্দোলনমুখি চুয়াডাঙ্গা দলিল লেখক সমিতি : কলমবিরতি কর্মসূচি ঘোষণা

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দলিল লেখক সমিতি আগামী ৩০ জুন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার কলমবিরতি কর্মসূচি ঘোষণা করেছে। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, সদর সাব রেজিস্ট্রার অফিসের লেখক মাহাতাব উদ্দীন, সামুজ্জামান, ফেরদৌসওয়ারা সুন্নাহ ও নওশের আলীকে জড়িয়ে একটি সংবাদপত্রে বানোয়াট ও বিভ্রান্তকর সংবাদ পরিবেশনের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

অপরদিকে দলিল লেখক সমিতির চুয়াডাঙ্গা সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দীন, কোষাধ্যক্ষ শামসুজ্জামান, সদস্য ফেরদৌসওয়ারা সুন্নাহ ও নাজমুল হক স্বাক্ষরিত প্রতিবাদপত্রে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত একটি পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ তুলে বলা হয়েছে, দলিল লেখক পর্বত নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কয়েকজনকে সাথে নিয়ে সম্প্রতি দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকের বাড়ি যান। মসজিদের জমি দানকে প্রশংসা করে ছবি তোলেন। পরে প্রতি মাসে ৭৫ হাজার টাকা করে দেয়ার দাবি জানান। এ টাকা না দিলে সমিতি ও আমাদের বিরুদ্ধে লেখালেখিসহ অনেক কিছুই করা হবে বলে হুমকি দেন। এরই কয়েকদিনের মাথায় পত্রিকায় বানোয়াট ও ষড়যন্ত্রমূলক প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছি। প্রতিবাদ প্রকাশ করে ভুল সুধরে না নিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তা ছাড়া যে সমিতি দরিদ্র দুস্থ সদস্যদের জন্য সঞ্চয় করে সেই সমিতির তহবিল নিয়ে আপত্তিকর তথ্য প্রকাশের জন্যও সমিতি ব্যবস্থা নেবে।