আনন্দঘন পরিবেশে মেহেরপুরের এমপি ফরহাদ হোসেনকে অভ্যার্থনা

মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন কিরগিস্তানে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী যুব উন্নয়ন বিষয়ক বিশ্বের সর্ববৃহত সংসদ সদস্য সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরছেন। গতকাল মঙ্গলবার তিনি মেহেরপুরের নিজ বাসভবন পৌঁছুলে আনন্দঘন পরিবেশে তার গলায় ফুলের মালা দিয়ে ও হাতে ফুল দিয়ে তাকে অভ্যার্থনা জানানো হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি পতœী সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শহীদ সরফরাজ মৃদুল, জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, জেলা ছাত্রলীগের সহসভাপতি একে আজাদ সাগর, আব্দুস সালাম বাঁধন, সদর থানা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম আনন্দ, কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সানোয়ার হোসেন, মুজিবনগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতিন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, কাসেদ আলী, সাইদুর রহমান, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাশিরা পলি, সদর থানা যুব মহিলা লীগের সভাপতি লুৎফন নেছা লতা, সাধারণ সম্পাদক মনোয়ার খাতুন, শহর যুব মহিলা লীগের সভাপতি রোকসানা কামাল রুনু, সম্পাদক মোমেনা খাতুন প্রমুখ।
উল্লেখ্য, কিরগিস্তানে সম্মেলনে বিশ্বের ত্রিশটি গণতান্ত্রিক দেশের ৩০ সংসদ সদস্য যোগ দিয়েছিলেন। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একমাত্র প্রতিনিধি হিসেবে ২৮ জুন ওই সম্মেলনে যোগ দেন। তিনি কিরগিস্তানে অনুষ্ঠিত ওই সম্মেলনে বঙ্গ বন্ধু, মহান মুক্তিযুদ্ধ, বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার গৃহীত নানা কর্মসূচির যুক্তিকতা ও বাস্তবায়নের নানা কৌশল তুলে ধরে বক্তব্য রাখেন। পাশা-পাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ তুলে ধরার জন্য দেশের যুবকদের জন্য কি পদক্ষেপ গৃহীত হয়েছে তা তুলে ধরেন। এছাড়া নারীর ক্ষমতায়ন ও বয়স্ক ব্যক্তির জন্য গৃহীত পদক্ষেপ, বিশেষ সুবিধা বঞ্চিতদের বিষয়, বিশ্বশান্তি ও জঙ্গিবাদ দমন বিষয়ে বক্তব্য রাখেন সেখানে।