আকস্মিক অসুস্থ হয়ে পড়া কাঠুরিয়ার মৃত্যুর পর প্রশ্ন, রক্ত স্বল্পতা নাকি ভুল চিকিৎসা?

 

স্টাফ রিপোর্টার: দুপুরে কাঠ কাটার কাজ করার সময় আকস্মিক অসুস্থ হয়ে পড়া কাঠুরিয়া ফরহাদ হোসেন ফুরাদ (৩৫) মারা গেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া পীতম্বপুরের মৃত বিশরাত হোসেনের ছেলে।

ফরহাদ হোসেন ফুরাদ রক্ত স্বল্পতা রোগে ভুগছিলেন? নাকি ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে? গতরাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগে উপস্থিত অনেকে এসব প্রশ্ন তোলেন। অবশ্য স্পষ্ট জবাব মেলেনি। রোগীর লোকজনও তেমন কোনো অভিযোগ করেননি। তারা বলেছেন, দুপুরে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে। তাকে নেয়া হয় নারদিতা ক্লিনিকে। সেখানেই সারাদিন চিকিৎসাধীন রাখা হয়। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. এহসানুল হক রোগী ফুরাদকে মৃত বলে ঘোষণা করেন।

রোগীর স্ত্রী মিতা খাতুন বলেছেন, ফরহাদ হোসেন কাঠ কাটার কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার কাজ করার সময় আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। বলেন দম বন্ধ হয়ে আসছে। নারদিতা ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। রাতে রোগীর অবস্থা আরো খারাপ হলে হাসপাতালে নেয়া হয়।