আওয়ামী লীগের চরিত্র কোনোদিন পাল্টাবে না : খালেদা

স্টাফ রিপোর্টার: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে যোগ দিয়েছে কাজী জাফরের জাতীয় পার্টি। ফলে ১৮ দলীয় জোট এখন ১৯ দলীয় জোটে পরিণত হলো। গতকাল শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কাজী জাফর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে ১৮ দলে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, জনগণ বিএনপির আহ্বানে সাড়া দিয়ে ভোটকেন্দ্রে যায়নি। তারা গায়ের জোরে ক্ষমতায় বসে আছে। তিনি বলেন, অতীতেও তারা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছিলো। আওয়ামী লীগ জনগণের জন্য কখনোই কিছু করেনি। পাঁচ বছরে তাদের নেতাকর্মীরা দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর দেশের মানুষ শুধুই গরিব হয়েছে। খালেদা জিয়া বলেন, এরা গণতন্ত্র আর মানবাধিকারে বিশ্বাস করে না। তাদের শুধু অর্থবিত্তের লোভ। কথায় আছে কয়লা ধুলে ময়লা যায় না। এ আওয়ামী লীগের চরিত্র কখনোই পাল্টাবে না। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সারোয়ারি রহমান, মাহাবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনসহ ১৮ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
দশম জাতীয় সংসদের সমালোচনা করে কাজী জাফর বলেন, এ সংসদে কোনো বিরোধী দল নেই। বিশ্বের কোনো লোক বিশ্বাস করে না এ সংসদ বেশি দিন টিকে থাকবে। স্বল্প সময়ের মধ্যেই এ সরকারের পতন হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *