অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা গয়নাগাটি লুট

চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় মুখোশধারী ডাকাতদলের হানা ॥ একজন আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া গ্রামে কৃষকের বাড়িতে ঢুকে তা-প চালিয়েছে মুখোশধারী ডাকাতদল। ডাকাতদলের হামলায় আহত হয়েছেন কৃষক রজব আলী। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতপরশু রাত ২টার ডাকাতদল বাড়িতে প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও সোনার গয়নাগাটি লুট করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাতদল গ্রামের মাঠপাড়ার মৃত খেসারত মালিথার ছেলে কৃষক রজব আলীর বাড়িতে ঢোকে। এ সময় কোনো কিছু ভাঙার শব্দ পেয়ে গৃহকর্তা রজব আলী ঘরের বাইরে আসেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা রজব আলীর ওপর হামলে পড়ে। ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করা হয় তাকে। তার আর্তচিৎকার শুনে স্ত্রী রিনা খাতুন ও ছেলে বিল্লাল হোসেন বাইরে এলে তাদেরকেও জিম্মি করে একটি ঘরে আটকে রাখে। পরে ঘরে থাকা ২০ হাজার টাকা ও ৭ ভরি সোনার গয়না নিয়ে সটকে পড়ে। ডাকাতদল চলে গেলে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে যায়। রাতেই কৃষক রজব আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।