অলমডাঙ্গার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

 

 বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের পুরোটাই গায়েব

আলমডাঙ্গা ব্যুরো: অলমডাঙ্গা উপজেলার প্রায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে বরাদ্ধকৃত অর্থের পুরোটাই গায়েব করে দেয়ার অভিযোগ উঠেছে। স্লিপ অ্যাকাউন্টের ৪০ হাজার, প্রাক-প্রাথমিকের মালামাল ক্রয়ের ৫ হাজার ও রুটিন মেরামতের ৫ হাজার টাকাসহ প্রতি বিদ্যালয়ে বরাদ্ধকৃত ৫০ হাজার টাকার পুরোটাই আত্মসাতের অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মাদারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গড়চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষবিলা সরকারি প্রাথমিক মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,  চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেকপাড়া পাঁচলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরাতন পাঁচলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওদা পাঁচলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সকল প্রকল্পের অর্থের বিপরীতে কোনো কাজ করা হয়নি। কোনো কিছু ক্রয়ও করা হয়নি। বিদ্যালয়গুলোর সাথে সংশ্লিষ্টরা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ সকল প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত অর্ধ লক্ষাধিক  টাকা করে আত্মসাতের অভিযোগ উঠেছে। এ সকল বিদ্যালয়ের মধ্যে কিছু কিছু সভাপতি এ লুটপাটে জড়িত থাকলেও অনেক সভাপতিই এ বরাদ্দের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। প্রধান শিক্ষকরা তাদের কিছুই অবগত করাননি বলে তারা অভিযোগ তুলেছেন। অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোকান থেকে রশিদ সংগ্রহ করে তাতে পূর্বের কেনা মালামাল নতুন করে কেনা হয়েছে বলে দেখিয়ে দিচ্ছে। এমন অভিযোগও উঠেছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করলেই এ তথ্যের সত্যতা পাওয়া যাবে বলে অভিযোগকারীরা দাবি তুলেছেন।