অবরোধের মধ্যে আজ থেকে ৪৮ ঘণ্টার হরতাল

স্টাফ রিপোর্টার: অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আজ শনিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত চলবে এ হরতাল। ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ হরতাল ডেকেছে বিরোধী জোট। একইসাথে ১৮ দলের অনির্দিষ্টকালের অবরোধও চলবে। গতকাল বিকেলে অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিনের চিত্র তুলে ধরতে গুলশানের নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, সরকারের নীলনকশার নির্বাচন প্রতিহত করতে সারাদেশে শান্তিপূর্ণভাবে এ হরতাল পালিত হবে। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, একতরফা নির্বাচন বাতিল, সুপ্রিম কোর্টে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে শনি ও রোববার হরতাল ডেকেছে কক্সবাজার, রাজশাহী ও সিরাজগঞ্জ জেলা বিএনপি।