অজ্ঞানপাটির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন দুবাই প্রবাসী উজলপুরের গফুর

ঢাকা থেকে ছেড়ে আসা কহিনুর পরিবহনে দর্শনায় আসার পথে দুর্ঘটনা

 

বেগমপুর প্রতিনিধি: ঢাকা গাবতলী থেকে কহিনুর পরিবহনে দর্শনায় ফেরার পথে অজ্ঞানপাটির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন চুয়াডাঙ্গা উজলপুর গ্রামের দুবাই প্রবাসী আব্দুল গফুর। গত মঙ্গলবার রাত ১১টায় তাকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় নামিয়ে দেয় পরিবহনের লোকজন। এ সময় স্থানীয়রা সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে গফুরকে পাঠিয়ে দেয় দর্শনায়। খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে যান দর্শনায়। চিকিৎসার জন্য একটি ক্লিনিকে ভর্তি করা হয়। গতরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত গফুরের জ্ঞান না ফেরায় কী পরিমাণ মালামাল খোয়া গেছে তা জানা যায়নি।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর বিলপাড়ার হালিম ব্যাপারীর ছেলে আব্দুল গফুর (৪৫) দুবাই থেকে বিমানে করে ঢাকা এয়ারপোর্টে নামেন। দুপুর দুটোর দিকে গফুর ঢাকা গাবতলী থেকে কহিনুর পরিবহনে দর্শনার উদ্দেশে রওনা দেন। গফুর পরিবহনে ওঠার পরই পড়ে অজ্ঞানপাটির খপ্পরে। তাকে চেতনানাশক খাইয়ে অজ্ঞানপার্টির সদস্যরা তার সমস্ত মালামাল নিয়ে সটকে পড়ে। গফুর ঘুমন্ত অবস্থায় থাকায় পরিবহনের লোকজন বিষয়টি বুঝতে পারেনি। পরিবহনটি জীবননগরে থামলে গফুরকে গাড়ি থেকে নামার জন্য ডাকা হলে তার কোনো সাড়া মেলে না। পরে পরিবহনের লোকজন সংজ্ঞাহীন অবস্থায় জীবননগরে নামিয়ে দেয়। খবর পেয়ে স্বজনরা দর্শনায় ছুটে আসে। বর্তমানে গফুর সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন থাকায় কী পরিমাণ মালামাল খোয়া গেছে তা জানা যায়নি।