অগঠনতান্ত্রিকভাবে কমিটি গঠনের অভিযোগ : বিদ্রোহী অংশের বিক্ষোভ

 

আলমডাঙ্গায় বিএনপির বিদ্রোহী গ্রুপও ক্রমেই সক্রীয় হয়ে উঠছে

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় বিএনপির বিদ্রোহী গ্রুপও ক্রমেই সক্রীয় হয়ে উঠছে। গতকাল একদিকে আলমডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যদিকে বিদ্রোহী গ্রুপ ওই কমিটি গঠন অগঠনতান্ত্রিক অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে।

এ গ্রুপের জেলা বিএনপির সদস্য ইসরাফ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ মীর মহিউদ্দীন।প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল কাউনাইন টিলু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ সাইফুল ইসলাম, নাসির উদ্দীন নান্নু। জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মীর ইসমাইল, বোরহান উদ্দিন, রেজাউল করীম,আইয়ুব হোসেন, মহিনুল ইসলাম, বিল্লাল হোসেন, আলী হোসেন, আব্দুল লতিফ তোতা, ডা. আলা উদ্দিন, মফিজ উদ্দিন, মহাবুল মেম্বার, মহাসিন মেম্বার, আব্দুল হান্নান, ডা. শাহজাহান, শহিদুল মেম্বার, কাজী সাচ্চু কাউন্সিলর, একরামুল হক বুলু, রোকনুজ্জামান, যুবদল নেতা নাসির উদ্দিন, মাগরিবুর রহমান, মীর উজ্জ্বল, গোলাম হোসেন, ফারুক হোসেন, রাসেল, মঞ্জু, মনির, মুন্না, ডা. খাজা, সোয়েব, জসিম, উজ্জ্বল, শরিফ, চান্দু, সেলিম, জেলা ছাত্রদল নেতা তৌফিক খান, সৈয়দ লিমন, শওকত ওছমান, রহিত, রানা, কিতাব, আলা, সজীব, শাহাবুল, রাসেল, রুবেল, জনি প্রমুখ।

সংগঠনের নিয়মবহির্ভূতভাবে কমিটি গঠন করার অভিযোগ তুলে বক্তারা তাদের বক্তব্যে যোগ্য নেতাদের বাইরে রেখে অর্থবাণিজ্য করে অযোগ্য লোকদের নিয়ে কমিটি গঠনের কথা উল্লেখ করেন।