অক্সিজেনশূন্য সিলিন্ডারের নল রোগীর নাকে!

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অক্সিজেন শূন্য সিলিন্ডারের নল রোগীর নাকে দিয়ে রাখার অভিযোগ উঠেছে। এছাড়াও হাসপাতালে সরবরাহ থাকলেও বাইরে থেকে ওষুধ কেনানো হয়েছে বলে অভিযোগ করেছেন পৃথক রোগীর লোকজন। অভিযোগকারীরা বলেছেন, ঘটনা দুটি গতকাল সোমবার বিকেলে ও রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডে ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা মোমিনপুরের মৃত কিয়ামুদ্দিনের ছেলে জামাল উদ্দীনকে (৭০) গতকাল বিকেলে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। হার্টের সমস্যা। চিকিৎসক চিকিৎসা দেয়ার পাশাপাশি অক্সিজেন দেয়ার পরামর্শ দেন। সেবিকা অক্সিজেন দিলেও পরে রোগীর এক আত্মীয় হাসপাতালেরই ওয়ার্ড বয় দেখেন অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেনই নেই। বিষয়টি সেবিকাকে জানালে তিনি অবশ্য বলেন, অনেক রোগী। সামলাবো ক’জনকে। পরে অক্সিজেন দেয়া হলেও রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকায় নেয়া হয়েছে। রোগীর লোকজন এ অভিযোগ করে বলেছেন, হাসপাতালে অনিয়মের অন্ত নেই। এটাও একটা উদাহরণ। অপরদিকে একই ওয়ার্ডে গতকাল সোমবার সন্ধ্যায় ভর্তি হন জেলা সদরের ছয়ঘরিয়ার বদরউদ্দীন (৬০)। তার লোকজনের অভিযোগ, শিক্ষানবিস সেবিকা ওষুধের জন্য প্রেসক্রিপশনটি হাতে ধরিয়ে দেন। ওষুধ বাইরে থেকে কেনার পর শিক্ষানবিস সেবিকা পুশ করার সময় অসৌজন্যমূলক আচরণ করেন। কটসন নামের ওষুধ হাসপাতালে সরবরাহ থাকলেও তা বাইরে থেকে কিনতে হয়েছে কেন? এ প্রশ্নের অবশ্য সদুত্তর মেলেনি।