৮ বছর পর ওয়ানডে দলে মোশারফ

 

স্টাফ রিপোর্টার: দীর্ঘ আট বছর পর আবারো জাতীয় দলে ডাক পেলেন মোশারফ হোসেন রুবেল। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পেসার রুবেল হোসেনের পরিবর্তে ডাক পেয়েছেন এই বাঁহাতি স্পিনার।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে বল হাতে পারফরমেন্সে অনুজ্জল ছিলেন রুবেল। প্রথম ম্যাচে ৯ ওভারে ৬২ রান দিয়ে মাত্র ১ উইকেট শিকার করেন তিনি। আর দ্বিতীয় ম্যাচে রুবেল ছিলেন উইকেট শূন্য। ৩ ওভারে ২৪ রান দেন তিনি। তাই রুবেলের পরিবর্তে মোশাররফকে দলে নেয়ার সিদ্বান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ ২০০৮ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মোশাররফ। জাতীয় দলের হয়ে মাত্র ৩ ম্যাচ খেললেও, ঘরোয়া আসরে মোশাররফের অভিজ্ঞতা ভরপুর। প্রথম শ্রেণিতে ৮৭ ম্যাচে অংশ নিয়ে ৩৩৯টি উইকেট শিকার করেন তিনি। এছাড়া লিস্ট ‘এ’-তে ৭৪ উইকেট ও ঘরোয়া টি-২০ ম্যাচে ৪৮ উইকেট নেন মোশাররফ।

আর বাংলাদেশের হয়ে দেশের মাটিতে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে খেলেছিলেন মোশাররফ। পুরো সিরিজে ২২ ওভার বল করে ১০০ রান দিয়ে ১ উইকেট নেন মোশাররফ। ভারতের বিদ্রোহী টুর্নামেন্ট ইন্ডিয়ান ক্রিকেট লিগে যোগদানের পরই মূলত তার ক্যারিয়ারে ধস নামে। ২০১০ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরার পর তিন বছর আগে একবার জাতীয় দলের স্কোয়াডে ছিলেন তিনি। তবে মাঠে নামা হয়নি তার।

আগামী শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজের প্রথম ম্যাচ ৭ রানে জিতেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ আফগানিস্তান জিতে ২ উইকেটে। ফলে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।