১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

মাথাভাঙ্গা মনিটর: ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলানের হাফসেঞ্চুরির কল্যাণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে (ডি/এল) তারা ৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এ জয়ে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ ১-০ তে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৭৯ রান তুলেছিলো দক্ষিণ আফ্রিকা। আমলা ৬৬, ভিলিয়ার্স ৮১ ও মিলার ৭০ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার দ্রুততম প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রান করার একটি রেকর্ড গড়েছেন আমলা। দুটি করে উইকেট পেয়েছেন টেলর ও রাসেল। খেলার মাঝে বৃষ্টি হওয়ায় প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিলো ম্যাচ। তাই ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ৩২ ওভারে ২২৬ রানের লক্ষ্য বেঁধে দেয়া হয়েছিলো। যদিও তা টপকাতে ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৬৪ রান তুলেই গুটিয়ে গেছে তারা। ক্রিস গেইল ৪১ রান আর ৩১ রান করেছেন রামদিন। ৩টি করে উইকেট নিয়েছেন ফিল্যান্ডার, স্টেইন ও তাহির। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা : ২৭৯/৮ (ভিলিয়ার্স ৮১, আমলা ৬৬, মিলার ৭০; টেলর ২/৫০)
ওয়েস্ট ইন্ডিজ : ১৬৪/১০ (গেইল ৪১, রামদিন ৩১, স্মিথ ২৯; স্টেইন ৩/২৭)
ফল : ৬১ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা (ডি/এল পদ্ধতি)