হেরে চটেছেন গার্দিওলা

মাথাভাঙ্গা মনিটর: মরসুম শুরুর প্রস্তুতি ম্যাচে এমএলএস অল-স্টারেরকাছে ২-১ গোলে হেরে গেছে বায়ার্ন মিউনিখ। যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগেরখেলোয়াড়দের মারাত্মক ট্যাকলের কারণে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেনজার্মানির বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের কোচ পেপ গার্দিওলা।গত বুধবার পোর্টল্যান্ডে ম্যাচ শেষে প্রতিপক্ষ কোচের সাথে হাত মেলাননিক্ষুব্ধ গার্দিওলা। রেফারিদের উদ্দেশ করে হাত মেলানোর ভঙ্গি করেন তিনি। এরপর দ্রুতই মাঠ ছাড়েন স্পেনের এ কোচ।এমএলস অলস্টার দলেরখেলোয়াড়দের মারাত্মক সব ট্যাকল এবং গার্দিওলার প্রতিক্রিয়ায় ম্লান হয়ে গেছেবায়ার্ন মিউনিখের রবের্ত লেভানদোভস্কির দারুণ একটি গোল।প্রথমার্ধেলেভানদোভস্কিরএ গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। কিন্তু ৫১তম মিনিটে বদলিখেলোয়াড় ব্র্যাডলি ফিলিপ-রাইটের অসাধারণ এক গোলে সমতায় ফেরে এমএলএসঅলস্টার দল।৭০ মিনিটে এমএলএস অল-স্টারের জয়সূচক গোলটি করেন যুক্তরাষ্ট্রের তারকা ল্যান্ডন ডনোভান।গার্দিওলার ক্ষোভের কারণটা বুঝতে পারেন ডনোভান। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে কথাও বলেন তিনি।আমিবুঝতে পারছি,সে চায়নি তার খেলোয়াড়রা চোট পাক। ট্যাকলগুলো ভালো ছিলো না,কিন্তু একদম বাজেও ছিলো না…। আমরা বুঝতে পারছি না,তারা রেফারিদের ওপর চটলকেন।